ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছুরিকাঘাতে আহত ইউরো জয়ী ইয়ামালের বাবা

ছুরিকাঘাতে আহত ইউরো জয়ী ইয়ামালের বাবা

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৬:৪৮

বার্সেলোনার হয়ে খেলতে নেমে আলোচনায় এলেও সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের জাত চিনিয়েছেন তরুণ স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। স্পেনকে ইউরোর শিরোপা জিতিয়ে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও জিতেছেন এই ১৭ বছর বয়সী ফুটবলার। এবার আলোচিত এই ফুটবলারের বাবা মুনির নাসরাউই ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’ জানাচ্ছে, বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় এ ঘটনা ঘটেছে। ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তার বাবা ও দাদি এখানেই বসবাস করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কুকুরকে নিয়ে রাস্তায় ঘোরার সময় কিছু স্থানীয় লোকজনের সঙ্গে বাদানুবাদ হয় মুনিরের। তা থেকে ঝগড়া শুরু হয় এবং মুনিরকে একাধিক বার ছুরি দিয়ে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন মুনির। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত।

প্রত্যক্ষদর্শীরাই প্রথম পুলিশকে খবর দেন। পুরো ঘটনা ধরা পড়েছে একাধিক সিসি ক্যামেরাতেও। পুলিশ তদন্ত শুরু করেছে। কড়া শাস্তির দাবি করেছেন সমর্থকেরাও। ইতোমধ্যে স্পেনের পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

স্পেনের হয়ে কিছু দিন আগেই ইউরো কাপ জিতেছেন ইয়ামাল। সবচেয়ে কম বয়সে ইউরো কাপে খেলা এবং গোল করার নজির গড়েছেন তিনি। স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকাসনে ছিলেন ইয়ামালের বাবা।

আরও পড়ুন

×