ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় আবারও হারল এইচপি

অস্ট্রেলিয়ায় আবারও হারল এইচপি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ১৯:১৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ | ১৯:১৯

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। তারপর টানা দুই হারের পর বৃহস্পতিবার ক্যাপিটাল টেরিটরিকে হারিয়ে জয়ে ফিরেছিল আকবর আলীরা। কিন্তু শুক্রবার পাকিস্তান ‘এ’ দলের কাছে আবারও হারল বাংলাদেশ এইচপি। আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৪১ রান তুলেছিল বাংলাদেশ এইচপি একাদশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান ‘এ’ দল।

রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ৩৭ রান করেন ওমাইর ইউসুফ। হারিস ৩২, উসমান খান ১৯ ও সাহিবজাদা ফারহান ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রিপন মণ্ডল, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান ও মুকিদুল ইসলাম।

ব্যাট হাতে আজ বাংলাদেশের শুরুটা আজ ভালো হয়নি। ওপেনার তানজিদ হাসান, জিশান আলম থেকে শুরু করে আফিফ-আকবরদের সবাই ছিলেন ব্যর্থ। টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা ৫টি ম্যাচেই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ আফিফ, তার সর্বোচ্চ রানের ইনিংস ১৭। ৫৮ রানে পাঁচ উইকেট হারানোর পর সেখান থেকে দলকে টেনে তোলেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ উইকেটে দুজনের ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪১ রান করে এইচপি দল। ৩৮ বলে ইনিংস সেরা ৪৪ রানে অপরাজিত ছিলেন শামীম। রাব্বি ৩২ বলে ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন। টপ অর্ডারে ২৭ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন।

সিরিজে পঞ্চম ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার। প্রথম ম্যাচে জয় পাওয়া এইচপি দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে যায়। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবর আলীর দল হেরেছিল ৮ উইকেটে।

আরও পড়ুন

×