ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ২২:১২
শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটার নিরোশান ডিকভেলাকে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি।
চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং টেস্ট গাইডলাইন অনুসারে ডোপ পরীক্ষায় ব্যর্থ হন ডিকভেলা। তদন্ত চলাকালীন তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। তার ডোপ কেলেঙ্কারি নিয়ে এসএলসির বিবৃতি, অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
সদ্য সমাপ্ত এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে জাফনা কিংসের কাছে হেরে তাদের শিরোপার স্বপ্ন চুরমার হয়ে যায়। আসর চলাকালেই তিনি অ্যান্টি-ডোপিং পরীক্ষা দিয়েছিলেন। এরপর তার শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ৩১ বছর বয়সী ডিকভেলা। তবে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ হয়নি তার।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ডিকভেলা ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ২৭৫৭, ওয়ানডেতে ১৬০৪ এবং টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি।