টেস্টের ১৫০ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর উপলক্ষে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২০:৪৫
টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি টেস্ট খেলবে। ম্যাচটি ২০২৭ সালে মাঠে গড়াবে। ওই বছরই পূর্ণ হবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্ট ইতিহাসের প্রথম টেস্ট খেলে ১৮৭৭ সালে। ১৯৭৭ সালে টেস্টের ১০০ বছর পূর্তি হয়। শতবর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়। যে ম্যাচে জয় পায় অজিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন, ‘২০২৭ সালের মার্চে এমসিজি’তে টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠেয় ম্যাচটি হবে দারুণ এক আয়োজন। আমরা ইংল্যান্ডকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
- বিষয় :
- ক্রিকেট অস্ট্রেলিয়া