ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হন্যে হয়ে ক্লাব খুঁজছেন ফুটবলাররা

হন্যে হয়ে ক্লাব খুঁজছেন ফুটবলাররা

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১০:২৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১০:৪৬

নতুন মৌসুমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অফিসিয়ালি না বললেও মৌখিকভাবে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর কর্তারাও ইঙ্গিত দিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতির কারণে দলবদল করবেন না। তিন ক্লাবের এমন সিদ্ধান্তে বেকায়দায় পড়ে যান ৭০ থেকে ৮০ ফুটবলার। 

এ পরিপ্রেক্ষিতে গতকাল পেশাদার লিগ কমিটির মিটিংয়ে ফুটবলার নিবন্ধনের সংখ্যা ৩৬ থেকে ৪০ করা হয়েছে। ফুটবলার নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি করলেও সবাই নতুন ক্লাবে যোগ দিতে পারছেন না। এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাবই ঘর গুছিয়ে ফেলেছে। বিপদে পড়া শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা যে যাঁর মতো হন্যে হয়ে ক্লাব খুঁজছেন। নিজেদের দুঃসময়ে এগিয়ে আসার জন্য বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন ফুটবলাররা।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গিয়ে ফুটবলারের তালিকা জমা দিয়েছে ফর্টিস ফুটবল ক্লাব। পাঁচ বিদেশিসহ ২০২৪-২৫ মৌসুমের জন্য ৩৩ জন ফুটবলারকে দলে নিয়েছে তারা। শুরুতে বিদেশিসহ ২৮ ফুটবলারের সঙ্গে চুক্তি করে ফর্টিস। কিন্তু বর্তমান অবস্থার কারণে আরও পাঁচ ফুটবলারকে নিযেছে তারা। তাদের মধ্যে আছেন নতুন মৌসুমে দলবদলের চিন্তা থেকে সরে আসা শেখ জামালের আতিকুর রহমান ফাহাদ, আব্দুল্লাহ, মনজুরুর রহমান মানিক, চট্টগ্রাম আবাহনীর রিয়াদ উদ্দিন সাগর ও বসুন্ধরা কিংস থেকে বিপলু আহমেদ। 

‘আমরা প্রথমে ২৮ জন ফুটবলার নিয়েছি। এখন যেহেতু ফুটবলাররা সমস্যায় পড়েছেন। তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি মনে করি, তাদের পাওয়াতে আমাদের দলের শক্তি আরও বাড়বে’– সমকালের কাছে বলেন ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম।

ফুটবলারদের দাবি ছিল, বিদেশি ফুটবলার ছাড়া এই মৌসুম করতে। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা বিবেচনায় রেখে বিদেশির সংখ্যা আগের মতোই রেখেছে বাফুফে লিগ কমিটি। আর সামনের মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট পরিকল্পনা নিলেও এখন চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন ও প্রিমিয়ার লিগ আয়োজন করবে ফেডারেশন। সেপ্টেম্বর শেষে কিংবা অক্টোবরের শুরুতে মাঠে গড়াতে পারে নতুন মৌসুম।

আরও পড়ুন

×