প্রথম টেস্ট
পাকিস্তানের বিপক্ষে একটু পরেই মাঠে নামছে শান্তরা

ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০৭:২৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ১১:১৯
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে আজ বুধবার সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি সকাল ১১টা থেকে শুরু হবে ম্যাচ। গাজী টিভি ও এ স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে খেলা।
টেস্টে বাংলাদেশ ও পাকিস্তান এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে। ১২ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের সেরা সাফল্য ঘরের মাঠে একটি টেস্ট ড্র করতে পারা।
বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে ভালো করতে পারেনি। নয় দলের লড়াইয়ে নয়ে থেকে শেষ করেছিল। এবারের চক্রে শুরুটা ভালো হলেও পথ হারায় বাংলাদেশ।
পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা অধিনায়ক নাজমুল শান্তর। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো হয়নি। এবার পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার সুযোগ আছে।’
দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে নানা প্রশ্নের একটি ছিল ব্যাটিং ব্যর্থতা নিয়ে। হাথুরু স্বীকার করেন, ব্যাটিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা আছে। তবে পাকিস্তানের সহায়ক উইকেটে ব্যাটিং ভালো হবে এমন আশা ব্যক্ত করেন তিনি।
হাথুরুর মতো নাজমুল শান্তও ব্যাটিংয়ে ভালো হবে এমন আশার কথা জানিয়েছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে শান্ত বলেন, ‘ব্যাটিং ভালো হচ্ছে না। গত সিরিজে ভালো করিনি। এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আমরা বিশ্বাস করি ব্যাটিংয়ে ভালো করব। তবে টেস্ট জিততে বোলিংও গুরুত্বপূর্ণ।’
এক প্রশ্নের জবাবে শান্ত জানান, রেকর্ড পরিবর্তন করা যায়। তবে কাজটা সহজ নয়। বাংলাদেশের এবারের দলটি ভারসাম্যপূর্ণ। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। তিনি তাই ভালো ফলের আশা করছেন।
ব্যাটিংয়ে ভালো করতে হলে নাজমুল শান্তকে দায়িত্ব নিতে হবে। দলের অধিনায়ক তিনি আবার ব্যাটিং করেন টপ অর্ডারে। শান্ত জানিয়েছেন, ব্যাটসম্যান হিসেবে সবসময় ভালো করার চিন্তা থাকে। সেজন্য বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। আশা করছেন সেগুলো ম্যাচে কাজে দেবে।