পাপনের যত আলোচিত বচন

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২১:১৫
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের যাত্রা পাপনের। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর বোর্ডের সভাপতির চেয়ারে বসেন তিনি। সেই থেকে দীর্ঘ এক যুগ নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের ক্রিকেট। অবশেষে তিনি সরে দাঁড়ালেন। দেশের ক্রিকেটে উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়েই।
বরাবরই প্রচারপ্রিয় ছিলেন সদ্য সাবেক হওয়া এই বিসিবি সভাপতি। কখনো খেলোয়াড়দের বিষয়ে, কখনো ক্রিকেটীয় কর্মকাণ্ড বা মন্তব্যের জন্য সবসময়ই খবরের শিরোনাম হতেন তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছেন পাপন। গণমাধ্যমে তার বেফাঁস মন্তব্য প্রভাব ফেলতো মাঠের ক্রিকেটেও। কোচ আর ক্রিকেটারদের সম্পর্কেও ফাটল ধরাতো। ক্রিকেট ভক্তদের কাছে আলোচিত ছিল পাপনের নানান মন্তব্য।
১২ বছরের শাসনামলে নানা উদ্ভট মন্তব্য করে হাস্যরসের জন্ম দিয়েছিলেন পাপন। তৃতীয়বার সভাপতি হওয়ার আগে ২০২১ সালের আগস্টে তিনি বলেছিলেন, ‘আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গণমাধ্যমে সাবেক এই ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, ‘আপনার সবসময় বুঝতে হবে, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ না।’
বিশ্বমঞ্চে ভরাডুবির পর থেকেই পাপনের এই বক্তব্য ভাইরাল হতো। তবে নিজের বক্তব্য অস্বীকার করে হাসির পাত্র হতেন তিনি। এক প্রশ্নের জবাবে পাপন পাল্টা প্রশ্ন ছুঁড়ে জানিয়েছিলেন, এই যে আপনি যে কথাটা বললেন, আমাদের খেলার আগে বলি যে পরবর্তী বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি দেখলাম, কোথাও যেন আমি বলছি এটা। আর আমি জীবনে এটা বলিইনি। এগুলো বানান কীভাবে? যে-ই বানান, আপনি না।
পাপনের বেফাঁস মন্তব্যে ফাটল ধরতো খেলোয়াড়দের সম্পর্কেও। টস জিতলে ব্যাটিং নাকি ফিল্ডিং নেওয়া হবে এই বিষয়েও নাকি সিদ্ধান্ত দিতেন তিনি। একবার বিসিবির দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ইচ্ছে করলেই বিসিবির পদ ছেড়ে দেওয়া যায় না’।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর চলতি মেয়াদ শেষে বিসিবি সভাপতির দায়িত্বে আর থাকবেন না বলে ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান বলেছিলেন, ‘আমি আর বেশি দিন নাই’!
জাতীয় দলের একাদশ পছন্দ না হওয়ায় তিনি একাধিকবার বলেছিলেন, ‘আমি তো কিছুই বুঝলাম না’ কিংবা ‘মানে কী আর বলবো’!
পাপনের যত আলোচিত বচন
- আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ।
- ইচ্ছে করলেই বিসিবির পদ ছেড়ে দেওয়া যায় না।
- ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।
- নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন? আমি বলিই নাই, বানান ক্যামনে?
- আমি আর বেশি দিন নাই
- আমি তো কিছুই বুঝলাম না!
- মানে কী আর বলবো!
- বিষয় :
- নাজমুল হাসান পাপন
- বিসিবি