দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দল দিল পাকিস্তান

অনুশীলনে নাসিম-রিজওয়ানরা। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৫:২৬
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের দু’দিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান। একাদশে ছিলেন চার পেসার, কোন স্পিনার ছিলেন না। সিদ্ধান্ত ভুল ছিল বুঝতে পেরে দ্বিতীয় টেস্টের দলে লেগ স্পিনার আবরার আহমেদকে ফিরিয়েছে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টের জন্য অবশ্য তারা চূড়ান্ত একাদশ দেয়নি। ১২ জনের দল দিয়েছে। যে দলে নেই বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। তার জায়গায় বাঁ-হাতি পেসার মীর হামজাকে দলে নেওয়া হয়েছে।
প্রথম টেস্টের দলের বাকি সদস্যরা ১২ জনের দলে আছেন। এখন পাকিস্তান শাহিন আফ্রিদির জায়গায় আবরারকে খেলাবে নাকি খুররম শাহজাদ ও মোহাম্মদ আলীর মধ্যে একজনকে বসিয়ে বাঁ-হাতি পেসার হামজাকে একাদশে রাখবে সেটাই দেখার অপেক্ষা।
পাকিস্তানের দল: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ূব, শান মাসুদ, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, মীর হামজা, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ, নাসিম শাহ, আবরার আহমেদ।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- শাহিন শাহ আফ্রিদি