ক্রিস্টালে পয়েন্ট হারাল চেলসি

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির কোলে পালমার। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৮
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে লিগ শুরু করে চেলসি। পরের ম্যাচে উলভসকে ৬-২ গোলে উড়িয়ে দেয় মারেস্কার দল। ব্লুজ ভক্তদের সেরা সময়ে ফেরানোর আশা দেন নতুন কোচ। কিন্তু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আবার হতাশ করলেন এনজো ফার্নান্দেজরা।
ম্যাচে চেলসি ২৫ মিনিটে প্রথম গোল করে। দলটির স্ট্রাইকার নিকোলাস জ্যাকশন দলকে লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন কোলে পালমার। কিন্তু ৫৩ মিনিটে এজে গোল করে ক্রিস্টালকে সমতায় ফেরান। ব্লুজরা আর লিডে ফিরতে পারেনি।
লিডের আশায় কোচ মারেস্কা দ্বিতীয়ার্ধে মাঠে নামান জোয়াও ফেলিক্স, ক্রিস্টোফার এনকুনকু এবং মাইখেইলো মুদ্রিককে। কিন্তু লাভ হয়নি। এ নিয়ে চেলসি লিগের প্রথম তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেল।
- বিষয় :
- প্রিমিয়ার লিগ
- চেলসি
- কোলে পালমার