‘বন্দুক নিয়েও হালান্ডকে থামানো সম্ভব নয়’

ম্যাচ শেষে হালান্ডকে প্রশংসায় ভাসান কোচ গার্দিওলা। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২২:০৩
ইংলিশ প্রিমিয়ার লিগে আবার শুরু হয়েছে আর্লিং হালান্ডের গোলের ঝড়। গত সপ্তাহে ইপসুইচ টাউনের বিপক্ষে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ম্যানসিটির এই স্ট্রাইকার। শনিবার রাতে ওয়েস্টহামের মাঠেও ঝলসে উঠলেন নরওয়ের এ তারকা।
তাঁর হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি। ওয়েস্টহামের বিপক্ষে হ্যাটট্রিকের পর হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ পেপ গার্দিওলা। স্প্যানিশ এ কোচের মতে, বিশ্বের কোনো ডিফেন্ডারের পক্ষে ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে থামানো সম্ভব নয়। এমনকি সে ডিফেন্ডার যদি বন্দুক নিয়ে নামে, তাতেও নাকি সম্ভব নয়।
শনিবার রাতে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হালান্ড। গত ৩০ বছরে তিনি হলেন প্রথম খেলোয়াড়, যিনি কিনা মৌসুমের প্রথম তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক করলেন। ৩০ বছর আগে ওই কাণ্ড করেছিলেন ব্রাডফোর্ড সিটির পল জুয়েল।
ওয়েস্টহামের বিপক্ষে হ্যাটট্রিকের পর শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সিটি বস গার্দিওলা, ‘আরও একটি হ্যাটট্রিকে আমরা ভীষণ খুশি। তাঁর ফিনিশিংয়ের মান ছিল দুর্দান্ত। আজকের ম্যাচে এমনভাবে সে নিজেকে জড়িয়ে ফেলেছিল, যা ছিল অসাধারণ। একবারও বল হারায়নি সে, অবিশ্বাস্য খেলেছে আজ। কেবল বল পায়েই নয়; বল ছাড়াও রক্ষণ এবং আক্রমণে ভূমিকা রেখেছে সে। সত্যিকার অর্থেই আমি তার আজকের খেলায় সন্তুষ্ট।’ গার্দিওলা আরও যোগ করেন, ‘সে অপ্রতিরোধ্য। এমন কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই, যে কিনা বন্দুক হাতেও তাকে থামাবে।’
গার্দিওলার এখন চিন্তা হলো কীভাবে হালান্ডের সামর্থ্যের সবটুকু কাজে লাগানো যায়। সে পরিকল্পনাও করে ফেলেছেন তিনি, ‘আমাদের এমন ফুটবলার প্রয়োজন, যে কিনা বেশি বেশি ক্রস করতে পারে। এই বিভাগটায় আমাদের অনেক উন্নতি করতে হবে। হালান্ড কতটা নিখুঁত, সেটা আমরা সবাই জানি। তাকে ঠিকমতো ক্রস দিতে পারলে কী হবে, সেটা সবার জানা!’
ওয়েস্টহামের বিপক্ষে এ হ্যাটট্রিক প্রিমিয়ার লিগে হালান্ডের অষ্টম। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করায় তিনি এখন যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন। আরেকটি হ্যাটট্রিক তাঁকে যৌথভাবে তৃতীয় স্থানে নিয়ে যাবে। আন্তর্জাতিক বিরতির পর ১৪ সেপ্টেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে সিটিজেনরা। ঘরের মাঠে সে ম্যাচে হ্যাটট্রিক হয়েও যেতে পারে! ১২ হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে আছেন সার্জিও আগুয়েরো। এ মৌসুমে হালান্ড যদি আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে যান, তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।
- বিষয় :
- প্রিমিয়ার লিগ
- আর্লিং হ্যালন্ড