ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উইকেট ভালো, দ্রুত মানিয়ে নিতে চাই: শান্ত

উইকেট ভালো, দ্রুত মানিয়ে নিতে চাই: শান্ত

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৫

লাল মাটির উইকেট বানিয়েছে চেন্নাই। যা ধাঁধাঁর জন্ম দিয়েছে। ওদিকে জাসপ্রিত বুমরাহ, অশ্বিনদের খেলতে হবে এসজি বলে। দুই চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, উইকেট দেখে তার ভালো মনে হয়েছে। তারা দ্রুত মানিয়ে নিতে চান। 

বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে চেন্নাই টেস্ট। বুধবার শান্ত বলেন, ‘উইকেট আমি যেটা দেখেছি, ওই অনুযায়ী ভালো হওয়া উচিত। এখনই পেস বা স্পিন বোলিং নিয়ে খুব বেশি ভাবছি না। আগামীকাল আমরা যত দ্রুত সম্ভব উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চাই। আমি মনে করি, দলে পেস-স্পিনের ভালো সমন্বয় আছে। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ 

শান্ত ভারতের বিপক্ষে টেস্টে আগেই জয়-পরাজয় নিয়ে ভাবতে চান না। টেস্ট পঞ্চম দিনের শেষ সেশনে নিতে চান এবং শেষ সেশনে জয়-পরাজয় নিয়ে ভাববেন বলে উল্লেখ করেছেন, ‘প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তি-সামর্থ্য নিয়ে ভাবাই বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে আমাদের। প্রতিটি আন্তর্জাতিক দল জয়ের জন্য খেলে, আমরাও জিততে চাই।’ 

ভারতের এসজি বলের চ্যালেঞ্জ নিয়ে শান্ত জানান, দেশে এসজি বলে তারা অনুশীলন করে এসেছেন। ভারতে এসেও এসজি বলে তাদের সেশন ছিল। ক্রিকেটাররা বেশ ভালোই মানিয়ে নিয়েছেন বলে বিশ্বাস তার। এছাড়া বাংলাদেশ দলের স্পিনারদের সঙ্গে পেসাররাও এখন বেশ শক্তিশালী বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। 

আরও পড়ুন

×