ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইন্টারে আটকা ম্যানসিটি, ডর্টমুন্ড-পিএসজির জয়

ইন্টারে আটকা ম্যানসিটি, ডর্টমুন্ড-পিএসজির জয়

ইন্টারের বিপক্ষে ম্যাচে হালান্ড ও ডি ব্রুইনি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৯

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে সমতা করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদের ভরা গ্যালারিতে কোন গোল করতে পারেনি আর্লিং হালান্ড, স্যাভিওদের ম্যানসিটি। 

ইন্টার কোচ সিমন ইনজাগি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেন। তবে কাউন্টার অ্যাটাকে বেশ গতি দেখায় তার দল। ম্যানসিটি ম্যাচে ২২টি শট নিয়ে গোল পায়নি। পাঁচটি শট ছিল ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের জালে।

ইউরোপ সেরার লড়াইয়ের অন্য ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। ঘরের মাঠে পিএসজির জয় এসেছে আত্মঘাতী গোলে। 

অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে ক্লাব ব্রুগকে হারিয়েছে। স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভাকে ৫-১ গোলে হারিয়েছে সেল্টিক। 

আরও পড়ুন

×