ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২৯ বছরে ফুটবলকে বিদায় বললেন জিদান পুত্র

২৯ বছরে ফুটবলকে বিদায় বললেন জিদান পুত্র

ছেলে এনজোর সঙ্গে বাবা জিদান। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৪

কিংবদন্তি ফুটবলার ও কোচ জিনেদিন জিদানের চার ছেলে। চারজনই ফুটবলার। এর মধ্যে বড় এনজো জিদান মাত্র ২৯ বছর বয়সে ফুটবলকে বিদায় বলেছেন।

ফুটবল ছেড়ে ব্যবসা মনোযোগ দিতে চান তিনি। সঙ্গে তিন সন্তানের জনক এনজো পরিবারকে দিতে চান কিছুটা বেশি সময়। আগে থেকেই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এখান সেখানে বিনিয়োগ বাড়াতে চান।

এনজো জিদান ছিলেন মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ একাডেমিতে খেলেছেন তিনি। বাবার কোচিংয়ে রিয়ালের মূল দলেও জায়গা পান। কোপা দেল রে’তে একটা ম্যাচ খেলে গোলও পান। কিন্তু রিয়ালে তাকে তার বাবারও খেলার সুযোগ দিতে পারেননি। চলে যান লা লিগা খেলা আলাভেসে। সেখানেও সুবিধা করত না পেরে ডিভিশনের বিভিন্ন ক্লাবে ১১১ ম্যাচ খেলে অবসর নিলেন তিনি। 

জিদানের চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা জিদান। তিনি গোলরক্ষক। বয়স ২৬। রিয়াল মাদ্রিদ একাডেমিতে ছিলেন। দুই মৌসুম রিয়ালের ব্যাকআপ গোলরক্ষক ছিলেন। দুটি ম্যাচও খেলেছেন। এরপর চলে যান রায়ো ভায়োকানোয়। এখন ডিভিশনে খেলা ক্লাব এইবারে আছেন তিনি। 

জিদানের তৃতীয় ছেলে থিও জিদান। ২২ বছরের এই ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার মিডফিল্ডার রিয়াল একাডেমিতে তিন মৌসুম খেলে কর্দোবায় যোগ দিয়েছেন। ছোটজন ১৮ বছর বয়সী এলয়াজ জিদান। উচ্চতা ৬ ফিট ৫ ইঞ্চি। খেলেন সেন্ট্রাল ডিফেন্সে রিয়াল বেটিস একাডেমিতে। চার ছেলের কেউই এখন পর্যন্ত বাবার মতো বড় ফুটবলার হওয়ার আশা দিতে পারেননি। 

আরও পড়ুন

×