ব্যালন ডি’অর পাচ্ছেন না ভিনি, তথ্য ফাঁস!

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ২২:২০
ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ব্যালন ডি’অর কার ভাগ্যে জুটবে তা নিয়ে প্রতি বছরই নানা আলোচনা চলতে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আজ বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে প্যারিসের থিয়েটার দু শালেটের মঞ্চের দিকে।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়ার এই পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। মাসখানেক আগে মার্কা তাদের প্রতিবেদন করেছিল যে, ভিনিসিয়াসকে জানিয়ে দেওয়া হয়েছে তার হাতে উঠবে ব্যালন ডি’অর। সে হিসেবে ২০০৭ সালের পর প্রথম কোন ব্রাজিলিয়ান হিসেবে এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিট হিসেবেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের।
তবে শেষ পর্যন্ত হতাশ হতে হচ্ছে ভিনি ভক্তদের। আনুষ্ঠানিক ঘোষণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনির হাতে উঠছে না এবারের ব্যালন ডি’অর। ব্যালন ডি’অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো লেখেন, ‘ভিনিসিয়াস জুনিয়র প্যারিসে (ব্যালন ডি'অর অনুষ্ঠানে) যাচ্ছেন না। কারণ রিয়াল মাদ্রিদ জানতে পেরেছে, তিনি ব্যালন ডি’অর জেতেননি।’
আরেক গণমাধ্যম রেলেভো বলছে, এমনকি রিয়াল থেকে কেউই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। অথচ ভিনির সতীর্থ জুড বেলিংহ্যামও আছেন এই লড়াইয়ে। তাহলে কে হবেন এবারের বিজয়ী?
মার্কা ও রেলেভোর দাবি, ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি এবার ঘরে নিয়ে যাবেন এই সম্মানজনক অ্যাওয়ার্ড।
- বিষয় :
- ভিনিসিয়াস জুনিয়র
- ব্যালন ডি’অর