ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কত ভোটে হেরে ব্যালন ডি’অর মিস করলেন ভিনি

কত ভোটে হেরে ব্যালন ডি’অর মিস করলেন ভিনি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ১৪:২৩ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ১৪:২৪

গত ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন রদ্রি। এর প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।

স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন সর্বোচ্চ ১১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র পেয়েছেন ১১২৯ ভোট। রদ্রির থেকে ৪১ ভোট কম পেয়েছেন ভিনিসিয়ুস।

তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহ্যাম পেয়েছেন ৯১৭ ভোট। কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হল্যান্ড (৪৩২), কিলিয়ান এমবাপ্পে (৪২০), লাউতারো মার্টিনেজ (৪০২), লামিনে ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেইন (২০১)।

আরও পড়ুন

×