কাটেনি সেট পিসের সেই দুর্বলতা

ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১২:৪৫
‘জানি না, বারবার কেন এমন হচ্ছে। কোচ তো আমাদের সেট পিস নিয়ে অনেক কাজ করেছেন। আমরাই তো এই জায়গাতে বারবার ব্যর্থ হচ্ছি। এজন্য দায়টা আসলে আমাদেরই’– মালদ্বীপের কাছে হারের পর বৃহস্পতিবার সমকালের কাছে এভাবেই হতাশা তুলে ধরেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন। বাংলাদেশের ফুটবলের জন্য বড় দুঃখ সেট পিস। যতগুলো ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল, তার বেশির ভাগে হারের বড় কারণ সেট পিসে গোল। প্রতিপক্ষের ফ্রি কিক কিংবা কর্নার সামলানোর দুর্বলতা প্রায়ই ফুটে উঠেছে তপু বর্মণ-ঈসা ফয়সালদের মধ্যে। যার সর্বশেষ সংযোজন মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের মোহামেদ হামজার সেট পিস থেকে অনেকটা ফাঁকায় থাকা আলি ফাসিরের হেড চলে যায় বাংলাদেশের জালে। ফাসিরকে কেউই কড়া মার্কিংয়ে রাখেননি। এমনকি সুযোগ থাকলেও গোলরক্ষক মিতুল মারমাও পোস্ট ছেড়ে বেরিয়ে আসেননি। প্রতিপক্ষকে সেট পিস উপহার দিয়ে সেটা সামলাতে গিয়ে এলোমেলো হওয়া বাংলাদেশের ফুটবলাররা যেন এখনও শেখার পর্যায়ে! দিনের পর দিন অনুশীলনে এই সেট পিসের ওপর আলাদা ক্লাস নিতে দেখা গেছে কোচিং স্টাফদের। কিন্তু ফুটবলের গালিচায় এতদিনেও কাটেনি বাংলাদেশের সেট পিসের দুর্বলতা।
যে সেট পিসে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ, একই কারণে গত ৮ সেপ্টেম্বর ভুটানেও ধরাশয়ী হয়েছিল লাল-সবুজের দলটি। অস্ট্রেলিয়ার সঙ্গে সেট পিসে না পারাটা সমর্থকরা মেনে নিয়েছেন। উচ্চতার ঘাটতিতে ফিলিস্তিন, লেবাননের সঙ্গে সেট পিসে বেকায়দায় পড়ে যান। সেটা নিয়েও প্রশ্ন তোলেনি কেউই। কিন্তু মালদ্বীপের কাছে সেট পিসের গোলটি কেউই মানতে পারছেন না। বারবার এভাবে গোল খেয়ে চিন্তিত বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘আমরা ভুটানের সঙ্গেও একই ভুল করেছিলাম। এমন একটা ফ্রি কিক থেকে গোল খেয়েছিলাম। সেট পিস নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে।’
কোচের উদ্বেগ শুধু সেট পিসে গোল হজমেই নয়, শিষ্যদের গোল করতে না পারার ব্যর্থতাও। শেষ সাত ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র একবার বল পাঠিয়েছে বাংলাদেশ। সেটাও ভুটানের গোলরক্ষকের হাত থেকে বল ফসকে যাওয়াতে। এই বছর গোল করার মতো যেন কেউই নেই বাংলাদেশ দলে। রাকিব হোসেন-শেখ মোরসালিনরা আক্রমণভাগে খেললেও ফাইনাল ফিনিশিংয়ে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন। মালদ্বীপের বিপক্ষে শেষ ১০ মিনিটে চার থেকে পাঁচটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেছিলেন শাহরিয়ার ইমন-মাহবুবুর রহমান জনিরা। এত কিছুর পরও হ্যাভিয়ের ক্যাবরেরা বের করতে পারেননি কাকে দিয়ে তিনি গোল করাতে পারবেন। তাই তো মিস নিয়ে আক্ষেপ ঝরেছে কোচ ক্যাবরেরার কণ্ঠেও, ‘আমাদের ৩-৪ গোলে জেতা উচিত ছিল। আপনি যখন এত সুযোগ পাবেন, তখন একটা হলেও কাজে লাগাতে হবে। কিন্তু ছেলেরা সেটা পারেনি। আমি বলব না, এটা দুর্ভাগ্য।’
ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করার স্বপ্ন নিয়ে মালদ্বীপের মুখোমুখি হওয়া বাংলাদেশ প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন ম্যাচ খেলায় গতকাল রিকোভারি করেছে দল। ম্যাচের আগে শুক্রবার শেষ অনুশীলন করবে ক্যাবরেরার দল। এক দিনের ভেতরে ঘুরে দাঁড়ানোটা কঠিন। ভুটানের কাছে হারটা ছিল দেশের বাইরে। নিজের দেশে মালদ্বীপের কাছে ম্যাচটা হারায় দর্শকদের কাছে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে ফুটবলারদের। তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন ফুটবলাররা।