ব্রাজিল-উরুগুয়ের বিগ ফাইট

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১০:১২
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে ওই কলম্বিয়াকে হারিয়ে প্রতিশোধ নিয়েছেন ম্যানুয়েল উগার্টে-ডারউইন নুনেজরা। একইভাবে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার সুযোগ সেলেকাওদের সামনেও। পুরোনো ইতিহাস, সাম্প্রতিক ফর্ম ও দু’দলের তারকা মিলিয়ে বুধবার ব্রাজিলের ফন্টে নোভা অ্যারেনায় সকাল পৌনে ৭টায় বিগ ফাইটের দেখা মিলতে পারে। ওই লড়াইয়ে জিতলে পয়েন্ট টেবিলে দুইয়ে উরুগুয়ের অবস্থান শক্ত হবে। জিতলে ব্রাজিলও চলে যেতে পারে দুইয়ে। আবার ভিনিসিয়ুস জুনিয়ররা হারলে টেবিলে ছয়েও নামতে পারে। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্যও এটি অনেক বড় পরীক্ষা।
টুকটাক ইনজুরি থাকলেও দল নিয়ে ব্রাজিল কোচের অভিযোগের খুব একটা সুযোগ নেই। ভিনিসিয়ুস জুনিয়র ক্লাবে সেরা ছন্দে থেকে জাতীয় দলে যোগ দিয়েছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে সমতার ম্যাচে পেনাল্টিসহ একাধিক গোল মিস করেছেন। বিশ্বের অন্যতম সেরা এই তারকা ব্রাজিলেরও ভবিষ্যৎ কাণ্ডারি, যা প্রমাণের এখনই সময়। ড্রিবলিং, গতি দিয়ে সুযোগ তৈরি করলেও গোল পাচ্ছেন না ম্যানসিটির তরুণ প্রতিভা স্যাভিনহো। তাঁকে এগিয়ে আসতে হবে। মিডফিল্ড থেকে দলকে এক সুতায় বাঁধতে হবে রাফিনিয়া, গিমারেজদের।
রক্ষণে ব্রাজিল ছোট একটা ধাক্কা খেয়েছে। জাতীয় দলে ডাক পেয়ে দারুণ খেলা রাইটব্যাক ভেন্ডারসন কার্ড জটিলতায় উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না। কোচ দরিভাল তাঁর জায়গায় ইতালির লিগে খেলা ৫ ফিট ৫ ইঞ্চির ডিফেন্ডার দোদোকে দলে ডেকেছেন। উচ্চতা কম হলেও উইং ব্যাক ধরে আক্রমণে ঝড় তুলতে পটু এই ডিফেন্ডার। লেফটব্যাক অ্যারানা ইনজুরিতে পড়ায় ডাকা হয়েছে অ্যালেক্স টেলেক্সকে। রদ্রিগো গোয়েস ও এদার মিলিতাও ইনজুরিতে আছেন। তবে তা ম্যাচে ভালো করতে না পারার মতো কারণ নয়। ঘরের মাঠে ব্রাজিলকে তাই জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে।
অন্যদিকে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে ভালো খেলছে উরুগুয়ে। যদিও বাছাই পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটি। হেরেছেও মাত্র এক ম্যাচে। রিয়ালের ফেদে ভালভার্দে, ম্যানইউর ম্যানুয়েল উগার্টে ও টটেনহামের রদ্রিগো বেনটাকুরকে নিয়ে শক্ত মাঝমাঠ তাদের। আক্রমণে আছেন লিভারপুলের ডারউইন নুনেজ, স্পোর্টিং সিপির ম্যাক্সিমিলিয়ানো আরাহো। রক্ষণ আগলে খেলতে পছন্দ করা উরুগুয়ের বিপক্ষে জমাট লড়াইয়ের আভাস পাওয়া যায়।