ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তৃতীয় লঙ্কান হিসেবে ম্যাথুসের কীর্তি 

তৃতীয় লঙ্কান হিসেবে ম্যাথুসের কীর্তি 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় অ্যাঞ্জেল ম্যাথুস। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১৭:২০

কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধানের পর বিশেষ কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার অ্যাঞ্জেল ম্যাথুস। টেস্ট ক্রিকেটে তৃতীয় লঙ্কান হিসেবে ৮ হাজার রান করেছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট জর্জেস পার্কে চারে নেমে ৪৪ রানের ইনিংস খেলেন ৩৭ বছর বয়সী ম্যাথুস। ওই ইনিংসে ৩৪ রান করলে ৮ হাজার রান পূর্ণ হয় তার। 

ম্যাথুসের ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। ১১৬ টেস্টে ২০৫ ইনিংস খেলে ৮ হাজার রানের ঘরে ঢুকেছেন তিনি। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৪৪টি ফিফটি তার নামের পাশে। 

শ্রীলঙ্কার হয়ে টেস্টে সর্বোচ্চ ১২ হাজার ৪০০ রান কুমার সাঙ্গাকারার। ১৩৪ টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২ ফিফটিতে ওই রান করেছেন তিনি। মাহেলা জয়বর্ধানে ১৪৯ টেস্টে ১১ হাজার ৮১৪ রান করেছেন।

আরও পড়ুন

×