ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাউদির বিদায়ী টেস্টে রেকর্ডগড়া জয় নিউজিল্যান্ডের

সাউদির বিদায়ী টেস্টে রেকর্ডগড়া জয় নিউজিল্যান্ডের

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১০:৩৪

অভিষেকের ১৬ বছর পর টিম সাউদির টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটি হলো স্মরণীয়। হ্যামিল্টনে ইংল্যান্ডকে ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ড নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারিয়েছিল তারা। এদিকে এই টেস্টে হারলেও তিন টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬৫৮ রানের লক্ষ্য সামনে পায় ইংল্যান্ড। দিনের শুরুতে জো রুট ও জ্যাকব বেথেল ১০৪ রানের পার্টনারশিপে কিছুটা প্রতিরোধ গড়েন। কিন্তু রুট ৫৪ রানে স্যান্টনারের শিকার হলে ভাঙে সেই জুটি। বেথেল সর্বোচ্চ ৭৬ রান করেন, সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

বিশ্বের এক নম্বর ব্যাটার হ্যারি ব্রুক প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১ রান। গাস অ্যাটকিনসন শেষদিকে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে হার কিছুটা কমানোর চেষ্টা করেন।

নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ৪ উইকেট নেন, ২টি করে উইকেট শিকার করেন টিম সাউদি ও ম্যাট হেনরি। উইল ও'রুর্ক নেন একটি উইকেট। বিদায়ী টেস্টে সাউদি তার ৩৯১ টেস্ট উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। কিউইদের হয়ে স্যার রিচার্ড হ্যাডলির পর তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী।

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় সাউদির। ১৬ বছরের ক্যারিয়ারে ১০৭টি ম্যাচ খেলেছেন কিউই পেসার। উইকেট শিকার করেছেন ৩৯১ উইকেট। স্বীকৃত বোলার হলেও ব্যাট হাতে অবদান ছিল সাউদির। ১৫৬ ইনিংস ব্যাট করে নিয়েছেন ২ হাজার ২৪৫ রান।

আরও পড়ুন

×