সাকিববিহীন বিপিএলে সতীর্থরা হতাশ, খারাপ লাগছে সুজনের

সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ২১:১২
বিপিএলের বাজনা বেজে গেছে। তিনদিন পর মিরপুরে শুরু হবে দেশের ক্রিকেটের বড় এই টি-২০ আসর। যদিও পুরোদমে শুরু হয়নি অনুশীলন। বিদেশিরা আসতে শুরু করেছেন। তবে আসা হচ্ছে না দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। বাঁ-হাতি ওপেনারকে ছাড়া বিপিএল মানতে পারছেন না সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, মুখে না বললেও খারাপ লাগছে অন্য ক্রিকেটারদের।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন বলেন, ‘সারা দেশে সাকিবিয়ান তো অনেক। একটু তো প্রভাব ফেলবেই, সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। দেশের সেরা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না। আমার মনে হয়, ক্রিকেটাররা সবাই হতাশ। হয়তো বলতে পারছে না। কারণ সাকিবের সঙ্গে সব ক্রিকেটারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো খারাপ লাগছে।’
সুজনের মতে, সাকিব বাকি যে কদিন ক্রিকেট খেলবে সেটা নিতে না পারা দেশের জন্য ক্ষতির, ‘সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না। কিন্তু যতদিন খেলতে যাচ্ছে, ততদিন বাংলাদেশে খেলতে পারছে না, এটা আমাদের ব্যর্থতা। ওর উত্থান ক্রিকেটার হিসেবে। রাজনীতি করে কতটা অন্যায় করেছে বলতে পারব না। তবে ওই ৭-৮ মাস সময়টাকে ওর লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেলায় অবাক লাগে। যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম...।’
ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক অভিনেতা শাকিব খান। দলটিতে মুস্তাফিজ, তানজিদ তামিম, মুকিদুল মুগ্ধ, মুনীম শাহরিয়াররা আছেন। ঢাকাকে সামর্থ্যবান দল মনে করেন কোচ সুজন। তবে সমন্বয়ে একটু ঘাটতি দেখেন তিনি, ‘ঢাকার দারুণ কিছু খেলোয়াড় আছে। তারা চাপ নিতে পারে। তবে দলে টপ অর্ডার ব্যাটার বেশি। দল গঠনের সময় আমি ছিলাম না। মিডল অর্ডার মেক শিফট করে খেলাতে হবে, এটা নিয়ে একটু কনসার্ন।’
দেশি ও বিদেশি ক্রিকেটাররা এখনো ক্যাম্পে যোগ না দেওয়ায় প্রথমদিনের অনুশীলন খুব একটা জমেনি বলেও মন্তব্য করেছেন সুজন। তিনি শুরুতে এমনটা হয় বলেও জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর করে ফেরা জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রাম দরকার বলেও মনে করেন সাবেক ক্রিকেটার ও বিসিবি সাবেক পরিচালক সুজন।
- বিষয় :
- বিপিএল
- সাকিব আল হাসান
- খালেদ মাহমুদ সুজন