সালাহর রেকর্ড গড়া রাতে লিভারপুলের বড় জয়

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১২:১৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৩
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বছর শেষ করল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের ম্যাচে ৫-০ গোলে জয় তুলে নিয়েছে অলরেডরা। শুধু জয় নয়, এই ম্যাচে মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ গড়েছেন এক অনন্য রেকর্ড।
ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল। যদিও ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের। কিন্তু ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস পাকেতা সেই সুযোগ হাতছাড়া করেন। এরপর বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়েও ম্যাচের ৩০তম মিনিটে গোল হজম করে ওয়েস্ট হ্যাম। বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কডি গ্যাকপো।
বিরতির এক মিনিট আগে তৃতীয় গোলটি করেন মোহামেদ সালাহ। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে জালে বল পাঠান তিনি। চলতি মৌসুমে এটি তার ১৭তম গোল, যা তাকে লিগের শীর্ষ গোলদাতার অবস্থানে রেখেছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুল তাদের আক্রমণ বজায় রাখে। ৫৩তম মিনিটে চতুর্থ গোলটি করেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। শেষদিকে আরও কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয় অলরেডরা। তবে ৮৪তম মিনিটে বদলি খেলোয়াড় দিয়েগো জটা দলের পঞ্চম এবং শেষ গোলটি করেন।
র্তুগিজ এই ফরোয়ার্ডকে গোল করিয়ে সালাহ করেন প্রিমিয়ার লীগের এক নতুন কীর্তি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮টি ভিন্ন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন তিনি।
এই জয়ে ১৮ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র এবং মাত্র ১ হারে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্নে স্লটের দল। অন্যদিকে, ওয়েস্ট হ্যাম অবনমন অঞ্চলে থেকে মৌসুম শেষ করার শঙ্কায় রয়েছে।