ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিপিএলে দ্রুততম ফিফটির কীর্তি অঙ্কনের

বিপিএলে দ্রুততম ফিফটির কীর্তি অঙ্কনের

১৮ বলে ফিফটি করে মাহিদুল অঙ্কনের উদযাপন। ছবি: খুলনা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৩:৫৮

বিপিএলের চলতি আসরের দ্বিতীয় দিন রেকর্ড গড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বিপিএলে দ্রুতগতির ফিফটির কীর্তি গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ভেঙেছেন সাকিব আল হাসানের রেকর্ড। 

চট্টগ্রামের ছেলে অঙ্কন চট্টগ্রাম কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের হয়ে ২২ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন। বিধ্বংসী ওই ইনিংস তিনি সাজিয়েছেন ছয়টি ছক্কা ও একটি চারের শটে। ওই ইনিংস খেলার পথে ১৮ বলে ফিফটি করেন চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া অঙ্কন। 

বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম ফিফটির রেকর্ড। অঙ্কন ভেঙেছেন গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে বরিশালের বিপক্ষে সাকিব আল হাসানের ২১ বলে করা ফিফটির রেকর্ড। তার ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে খুলনা।

বিপিএলে দ্রুতগতির ফিফটির ধারে কাছে অবশ্য যেতে পারেননি অঙ্কন। মিরপুরে ২০২২ সালের কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সুনীল নারিন ১৩ বলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিফটি করেন। 

আরও পড়ুন

×