বাকি পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করল রাজশাহী

বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিকের সঙ্গে ক্রিকেটার বিজয়। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:১৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:১৯
বিসিবির নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর সময় ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা। ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন ও টুর্নামেন্ট শেষে শোধ করার কথা বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক। অথচ নিজেদের টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহী মাত্র ২৫ শতাংশ পারিশ্রমিক শোধ করেছিল।
যে কারণে সোমবার দুর্বার রাজশাহীর স্বত্তাধিকারী শফিকুর রহমানকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে নিজের ভুলের কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে ২৫ শতাংশ করে বাকি পারিশ্রমিক শোধ করবেন এমন আশ্বাস দিয়েছেন।
কথা মতো, আজ (৩ ফেব্রুয়ারি) খেলোয়াড়দের বাকি থাকা পারিশ্রমিকের ২৫ শতাংশ শোধ করেছে দুর্বার রাজশাহী। সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এই তথ্য।
এবারের বিপিএলকে সবচেয়ে বিতর্কিত করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের শুরুতে কোন পারিশ্রমিক দেয়নি তারা। টুর্নামেন্টের মাঝপথে ২৫ শতাংশ পারিশ্রমিক দিলেও চেক বাউন্স করেছিল। এরপর ক্যাশে শোধ করা হয় ২৫ শতাংশ পারিশ্রমিক। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষাংশে আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেয়। তবে বাউন্স করে তাও।
পারিশ্রমিক না পেয়ে কয়েকজন বিদেশি ক্রিকেটার হোটেল ছাড়তে পারছিলেন না। এছাড়া টুর্নামেন্টের মধ্যে হোটেল ভাড়া না দেওয়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা না দেওয়ার খবর বিতর্কের সৃষ্টি করে। টুর্নামেন্ট শেষে অভিযোগ পাওয়া গেছে, বাস ভাড়াও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে ক্রিকেটারদের কিট ব্যাগ রেখে দিয়েছেন বাস চালক।
- বিষয় :
- বিপিএল
- দুর্বার রাজশাহী