ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যে রেকর্ডে বাংলাদেশ ও শ্রীলংকার পাশে বসল জিম্বাবুয়ে

যে রেকর্ডে বাংলাদেশ ও শ্রীলংকার পাশে বসল জিম্বাবুয়ে

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪১ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩:০১

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নেমেই অনন্য এক রেকর্ড গড়ল জিম্বাবুয়ে। বুয়াওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে টেস্ট ইতিহাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর তৃতীয় দল হিসেবে সব টেস্ট খেলুড়ে দেশকে আতিথেয়তা দেওয়ার কীর্তি গড়েছে তারা।  

১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে এতদিন নিজেদের মাটিতে আফগানিস্তানসহ ১০টি টেস্ট খেলুড়ে দলকে স্বাগত জানিয়েছিল। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজনের মাধ্যমে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের তালিকায় নাম লেখাল তারা।  

এর আগে, ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট আয়োজন করে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একই অর্জন করে শ্রীলঙ্কা।  

২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনও খুব বেশি টেস্ট খেলেনি। আফগানরা এখন পর্যন্ত খেলেছে মাত্র ৬টি টেস্ট, আর আয়ারল্যান্ড মাঠে নেমেছে ৫ ম্যাচে। তবে এবার আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে নতুন ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, যা তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরও পড়ুন

×