শিরোপার লড়াইয়ে বরিশালকে দুইশ’ ছোঁয়া লক্ষ্য দিল চট্টগ্রাম

ইমনের ফিফটি উদযাপন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪৬ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৫৪
বিপিএলের ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করে ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে চট্টগ্রাম কিংস। স্লগে দ্রুত রান করতে না পারায় দুইশ’ ছাড়াতে পারেনি চট্টগ্রাম।
চট্টগ্রাম ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ১২১ রানের জুটি গড়ে। ঝড়ো ব্যাটিং করে পাকিস্তানি ওপেনার খাজা নাফি আউট হন। তিনি ৪৪ বলে ৬৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কা আসে।
তার সঙ্গে জুটি গড়া পারভেজ ইমন ৪৯ বলে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ৩০ বলে ফিফটি করা ইমন শেষের দিকে বাউন্ডারি হাঁকাতে পারেননি। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও চারটি ছক্কা।
চট্টগ্রামের হয়ে গ্রাহাম ক্লার্কও ঝড়ো ব্যাটিং করেন। তার ব্যাট থেকে ২৩ বলে ৪৪ রান আসে। তিনি তিনটি ছক্কা মারেন। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলা তার ইনিংসে চার ছিল দুটি।
বরিশালের দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন খরুচে ছিলেন। বাঁ-হাতি তানভীর ২ ওভারে ৪০ রান দেন। ওই তুলনায় কিছুটা কম খরুচে ছিলেন রিশাদ। তিনি ২ ওভারে দেন ২৬ রান। কাইল মায়ার্স ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।
বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দেন। ১ উইকেট তুলে নেন। এর মধ্যে স্লগে দুই ওভারে মাত্র ১০ রান দিয়েছেন তিনি। এবাদতও ছিলেন বেশ কার্যকর। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়েছেন। শেষদিকের এক ওভারে ১২ রান দেন তিনি। নাফিকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু দেন।
- বিষয় :
- বিপিএল
- ফরচুন বরিশাল
- পারভেজ ইমন