বুমরাহ-জয়সোয়ালকে বাদ দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

জাসপ্রিত বুমরাহ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:১২
ইনজুরি কাটিয়ে এখনো ফিট হতে পারেননি জাসপ্রিত বুমরাহ। অনুশীলনে ফিরতেই তার এখনো দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে তাকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত।
এছাড়া ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে তরুণ ওপেনার জশস্বী জয়সোয়ালকে। তাকে বাদ দিয়ে লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে দলে।
বুধবার ভারত ১৫ জনের দল ঘোষণা করেছে। দলে আছেন ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ শামি। এছাড়া হার্শিট রানা, অর্শদ্বীপ আছেন পেস বোলিং আক্রমণে।
জয়সোয়ালকে বাদ দেওয়ায় টপ অর্ডারে বিকল্প কোন ব্যাটার নেই ভারতের। তবে কেএল রাহুলকে রাখা হয়েছে বিকল্প ওপেনার ও বিকল্প উইকেটরক্ষক হিসেবে। যদিও মিডল অর্ডার ব্যাটার হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে।
ভারত তাদের একাদশে চারজন অলরাউন্ডার রেখেছে। এর মধ্যে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্ডিক পান্ডিয়া। জয়সোয়াল, শিভাম দুবে ও মোহাম্মদ সিরাজ আছেন রিজার্ভ হিসেবে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিট রানা, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
- বিষয় :
- জাসপ্রিত বুমরাহ
- চ্যাম্পিয়ন্স ট্রফি