ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডোপিং কাণ্ডে ৩ মাস নিষিদ্ধ টেনিসের নাম্বার ওয়ান সিনার

ডোপিং কাণ্ডে ৩ মাস নিষিদ্ধ টেনিসের নাম্বার ওয়ান সিনার

ছবি- গার্ডিয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:৩৯

অস্ট্রেলিয়ান ওপেন জয় করে উদযাপনের বদলে শাস্তির মুখে পড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ডোপিং সংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে ৯ ফেব্রুয়ারি থেকে ৪ মে পর্যন্ত তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ইতালিয়ান তারকা।

২০২৪ সালের মার্চে সিনারের দেহে নিষিদ্ধ স্টেরয়েড ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া যায়। তবে একটি স্বাধীন প্যানেল তদন্ত শেষে তাকে নির্দোষ ঘোষণা করেছিল, কারণ এটি তার শারীরিক থেরাপিস্টের দেওয়া ওভার-দ্য-কাউন্টার স্প্রে থেকে অনিচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করেছিল।

তবে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এই রায়ে সন্তুষ্ট ছিল না। তারা স্বাধীন প্যানেলের রায়ের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করে। ওয়াডার যুক্তি ছিল, সিনার সরাসরি ডোপিং না করলেও তার দলের গাফিলতির দায় তাকেও নিতে হবে। পরবর্তীতে সিনারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাকে তিন মাস নিষিদ্ধ করা হয়, যা তিনি মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে সিনার বলেন, 'এটি আমাকে প্রায় এক বছর ধরে মানসিকভাবে ভুগিয়েছে। আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারত, যা আমার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলত। আমি সবসময়ই স্বীকার করেছি যে, আমার দলের জন্য আমিই দায়ী। তাই খেলাধুলার স্বচ্ছতা বজায় রাখতে ওয়াডার প্রস্তাব মেনে নিয়েছি।'

সম্প্রতি টেনিস বিশ্বে ডোপিং সংক্রান্ত কেলেঙ্কারির ঘটনা বাড়ছে। গত নভেম্বরে নারীদের এক নম্বর খেলোয়াড় ইগা শিয়াতেকও একই কারণে এক মাসের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন।

আরও পড়ুন

×