ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেসিকে এক মাসের জন্য হারানোর ভয় ইন্টার মায়ামির 

মেসিকে এক মাসের জন্য হারানোর ভয় ইন্টার মায়ামির 

লিওনেল মেসি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ | ১৭:০০ | আপডেট: ০৬ মার্চ ২০২৫ | ১৭:০১

হাসটন ডায়নামোর বিপক্ষে লিওনেল মেসিকে খেলাননি ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো। মেসি না খেলায় ডায়নামো ভক্তদের ম্যাচটি ফ্রিতে দেখার সুযোগ দিয়েছে। কারণ দর্শকরা মূলত মেসির খেলা দেখার জন্যই টিকিট কেটেছিলেন। 

ওই ম্যাচে মেসি ছাড়া ইন্টার ৪-১ গোলে জয় পায়। ম্যাচ শেষে মেসিকে না খেলানোর ব্যাখ্যায় মাশ্চেরানো জানান, ক্লান্ত অনুভব করছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ঝুঁকি নিয়ে তাকে খেলিয়ে তারকা ফুটবলারকে এক বছরের জন্য হারাতে চাননি তিনি। 

মাশ্চেরানো বলেন, ‘লিও’র কোন ইনজুরি ছিল না। অবশ্যই সে কিছুটা ক্লান্তি বোধ করছিল। এরই মধ্যে সে (তিন ম্যাচ খেলে ফেলায়) অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছে। সেজন্যই তাকে হাসটনে দলের সঙ্গে রাখা হয়নি।’

মেসির সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা সতীর্থ এবং আলবিসেলেস্তেদের বয়সভিত্তিক দলের সাবেক কোচ মাশ্চেরানো জানান, এরই মধ্যে তার দলের অনেকে ইনজুরিতে থাকায় মেসিকে নিয়ে ঝুঁকি নেননি, ‘এরই মধ্যে আমাদের অনেকে ইনজুরিতে আছেন। এমন কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি, যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়ে যেত এবং এক মাসের জন্য তাকে হারাতে হতো। যা আমি চাইনি।’ 

আরও পড়ুন

×