সার্ধশত উপলক্ষ্যে মেলবোর্নে দিবারাত্রির টেস্ট

মেলবোর্নে টেস্টের ১৫০ বছর পূর্তি ম্যাচ হবে। ছবি: গেটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১৭:৪৯
ক্রিকেটের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেট ১৫০ বছরে পা রাখছে। ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের এই সার্ধশত উপলক্ষ্যে মেলবোর্নে একটি দিবারাত্রির টেস্ট আয়োজন করবে।
টেস্ট ম্যাচটি হবে ২০২৭ সালের ১১-১৫ মার্চ। মুখোমুখি হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা প্রথম দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ইতিহাসের প্রথম দ্বিপাক্ষিক স্বীকৃত টেস্ট ম্যাচ হয়েছিল ১৮৭৭ সালে। মেলবোর্নে দিনের আলোয় লাল বলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলা হয়েছিল।
একশ’ বছর পরে শতবর্ষ উপলক্ষ্যে মেলবোর্নে দিনের আলোয় ১৯৭৭ সালেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট খেলেছিল। সার্ধশত পূর্তিতেও মেলবোর্নে ম্যাচ হবে। তবে এবার দিবারাত্রির গোলাপি বলের টেস্টের আয়োজন করা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টোড গ্রিনবার্গ বলেন, ‘টেস্টের ১৫০ বছর পূর্তির আয়োজনটি ক্রিকেটের অন্যতম সেরা একটা ম্যাচ হবে। দিবারাত্রির টেস্টের মাধ্যমে ক্রিকেটের ঐতিহ্য উদযাপন করা ও টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তন স্মরণ করার উপলক্ষ্য হবে।’
দিবারাত্রির টেস্ট হওয়ায় ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ম্যাচটি দর্শকের মনোযোগ কাড়বে বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচটি পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে না। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বাইরের ম্যাচ হিসেবেই খেলা হবে।
- বিষয় :
- ক্রিকেট অস্ট্রেলিয়া