ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এমবাপ্পের ফেরার ম্যাচে ফ্রান্সের হার

এমবাপ্পের ফেরার ম্যাচে ফ্রান্সের হার

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ১৩:০২

ছয় মাস পর জাতীয় দলে ফিরে কিলিয়ান এমবাপ্পে নায়ক হতে পারেননি। আক্রমণভাগে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ১৬টি শট নিয়েও ব্যর্থ তারা। আর প্রথমার্ধেই দুই গোল করে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্স। তবে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি মিস করেন আন্দ্রে ক্রামারিচ। এরপর ২৬ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আন্তে বুদিমির। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ নিজেই, বুলেট গতির শটে ফরাসি রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। এমবাপ্পে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও দুর্ভাগ্যক্রমে প্রতিবারই তা প্রতিহত করেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়ে ফ্রান্স। ফিরেই হতাশ হতে হলো এমবাপ্পেকে।

আরও পড়ুন

×