তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজরা

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ১৪:৪৪
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর শুনে স্তব্ধ পুরো ক্রিকেটাঙ্গন। সতীর্থদের চোখে-মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট, সবাই প্রার্থনায় মগ্ন প্রিয় ‘তামিম ভাই’-এর দ্রুত সুস্থতার জন্য।
আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করে ড্রেসিংরুমে ফেরার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুতই তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
তামিমের এমন পরিস্থিতিতে দোয়ার হাত তুলেছেন বর্তমান জাতীয় দলের অনেক ক্রিকেটার। পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘তামিম ইকবাল ভাই বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময় সবাই তার জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘তামিম ভাই, আপনার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা করছি। আমাদের সকলের দোয়া ও শুভকামনা আপনার সাথে আছে।’
উইকেটকিপার-ব্যাটার লিটন দাস লেখেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমাদের প্রার্থনা সবসময় আপনার সঙ্গে।’
আরেক বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি তামিম ভাইয়া।’
পেসার শরীফুল ইসলাম বলেন, ‘তামিম ভাই, আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে দোয়া করি, আপনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’
এদিকে তামিমের সবশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, তিনি (তামিম ইকবাল) একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।