কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেন জাহানারা আলম

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ১৫:১৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি চুক্তিতে থাকতে চান না বলে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন। তার অনুরোধ অনুযায়ী বিসিবি ইতোমধ্যে নাম তালিকা থেকে বাদ দিয়েছে।
গত ৭ মার্চ বিসিবি নারী উইং ইমেইলের মাধ্যমে তার অবস্থান জানতে চায়। জবাবে জাহানারা জানান, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন এবং চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম, যেন আমাকে চুক্তিতে না রাখা হয়। বিসিবি আবার যোগাযোগ করায় পুনরায় জানিয়ে দিয়েছি যে জাতীয় দলে ফেরার জন্য আমি এখনো প্রস্তুত নই। আরও সময় প্রয়োজন, তাই চুক্তি থেকে বাদ দেওয়ার অনুরোধ করেছি।’
জাহানারা বর্তমানে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন। ক্লাবের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই পেসার বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দলে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে দলে ছিলেন দর্শকের ভূমিকায়।
- বিষয় :
- বিসিবি
- জাহানারা আলম