জিম্বাবুয়ের বিপক্ষে কিপিংয়ের দায়িত্বে কে, চিন্তায় টিম ম্যানেজমেন্ট

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ২১:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ | ২১:৫৬
সিলেট টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের সামনে দাঁড়িয়েছে এক মধুর সমস্যা। চারজন উইকেটরক্ষক-ব্যাটার থাকায়, কার হাতে গ্লাভস তুলে দেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স।
বাংলাদেশ স্কোয়াডে আছেন মুশফিকুর রহিম, জাকির হাসান, জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন এই চার উইকেটরক্ষক-ব্যাটার। তবে মুশফিক দীর্ঘদিন ধরেই টেস্টে কিপিং করছেন না। ওপেনার জাকির হাসানও সাধারণত কিপিং করেন না, যদিও প্রয়োজনে করতে পারেন। ফলে বাস্তবসম্মতভাবে কিপিংয়ের দায়িত্ব নিতে পারেন জাকের আলী অনিক অথবা মাহিদুল ইসলাম অঙ্কন।
এই বিষয়ে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স হেসে বলেন, ‘ভালো প্রশ্ন। এখনো সিদ্ধান্ত নিইনি কে কিপিং করবে। আগামীকাল (শনিবার) তা চূড়ান্ত করব। তবে এটা নিশ্চিত, মুশফিক কিপিং করবে না।’
মুশফিককে ঘিরে প্রশংসাও ঝরেছে প্রধান কোচের কণ্ঠে। তিনি বলেন, ‘মুশফিক বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, যেমন মাহমুদউল্লাহও দিয়েছে। সে একজন পেশাদার ক্রিকেটার। বিশ্বাস করে এই ফরম্যাটে সে নিজের সর্বোচ্চটা দিতে পারবে এবং সে তা করছে। জিম্বাবুয়ের বিপক্ষে তার অতীত রেকর্ড ভালো। আশা করি এবারও সে ভালো পারফরম্যান্স উপহার দেবে।’
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
- বিষয় :
- ফিল সিমন্স
- বাংলাদেশ-জিম্বাবুয়ে