‘আইপিএল চলবে’ ঘোষণা দিলেও দুশ্চিন্তায় কর্তৃপক্ষ

ধর্মশালা স্টেডিয়ামের আইপিএল সাজ। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১১:০৩ | আপডেট: ০৯ মে ২০২৫ | ১৩:৪১
রাওয়ালপিন্ডিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পিএসএল স্থগিত ঘোষণা করা হয়। পরে তা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মিরে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে বিদ্যুত বিভ্রাটের কারণে আইপিএলে পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। যদিও আইপিএল কর্তৃপক্ষ এটাকে, ‘কারিগরি ত্রুটি’ আখ্যা দিয়েছে।
আইপিএলের ম্যাচ পরিত্যক্তের পর টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে দুশ্চিন্তা বেড়ে চলেছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, আইপিএল যথা নিয়মে চলবে। তবে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে তারা ভারত সরকারের পরামর্শের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন।
পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্তের পর ধুমাল ভারতের সংবাদ মাধ্যম পিটিআই’কে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উত্তেজনা যদিও বেড়েই চলেছে। আমরা সরকারের থেকে এখন পর্যন্ত কোন দিক নির্দেশনা পাইনি। সব দিক এবং সব ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শুক্রবার লক্ষ্নৌ ও বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে ধুমাল বলেন, ‘হ্যা, এখন পর্যন্ত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট চলবে। তবে পরিস্থিতির যেহেতু কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছে না, আমাদের আইপিএলের সর্বোচ্চ স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
ধর্মশালায় ম্যাচ স্থগিতের পর দিল্লি ও পাঞ্জাবের ক্রিকেটার ও স্টাফদের দিল্লি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। চান্ডিগড় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তাদের বিশেষ ট্রেনে পাঠানকোট থেকে দিল্লি আনা হবে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তবে পাঠানকোর্ট আবার ধর্মশালা থেকে ৮৫ কিলোমিটার দূরে। সেখানে সড়কযোগে নেওয়া হবে ক্রিকেটার ও স্টাফদের।
- বিষয় :
- আইপিএল
- বিসিসিআই
- ভারত-পাকিস্তান উত্তেজনা