ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিপর্যয় থেকে রাব্বি-নাসুমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি

বিপর্যয় থেকে রাব্বি-নাসুমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি

নাসুম আহমেদের ফিফটি উদযাপন। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫ | ১৩:৩৪

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে বিপর্যয়ে পড়ে নুরুল হাসান সোহানের দল। সেখান থেকে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে ২২৭ রান করতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। 

শনিবার সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ ‘এ’ দল। তারা যথাক্রমে ৪ ও ২ রান করেন। মিডলে ছোট্ট একটা জুটি হলেও ১০৪ রানে ৬ উইকেট পড়ে স্বাগতিক দলের। 

তিনে নামা সাইফ হাসান ৩১ রান করেন। তবে পাঁচে নেমে আফিফ হোসেন ১ ও নুরুল হাসান ১২ রান যোগ করেন। মোসাদ্দেক হোসেন ৪ রান যোগ করে ফিরে যান। পরে রাব্বির সঙ্গে জুটি গড়েন নাসুম। মাহিদুল অঙ্কনের জায়গায় সুযোগ পাওয়া রাব্বি ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি।

শেষ ব্যাটার হিসেবে নাসুম আহমেদ ৪৭.৩ ওভারে আউট হওয়ার আগে ৯৬ বলে ৬৭ রান যোগ করেন। বাঁ-হাতি এই স্পিনার নয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে দারুণ ভূমিকা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী কিউই ক্রিকেটার আদি অশোক। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। বেন লিস্টার, জাইডেন লিনক্স ও ডিন ফক্সক্রফট দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন

×