ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিপিএলের বকেয়া পরিশোধের শর্তে লভ্যাংশ দেবে বিসিবি

বিপিএলের বকেয়া পরিশোধের শর্তে লভ্যাংশ দেবে বিসিবি

বিপিএলের লোগো। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ২০:৫৩ | আপডেট: ২৬ মে ২০২৫ | ২১:০০

বিপিএলের ১১তম আসরে অংশ নেওয়া দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের অনেকেই চুক্তির অর্থ বুঝে পাননি। আসরের রানার্স আপ চিটাগং কিংস ও গ্রুপ পর্বে বিদায় নেওয়া দুর্বার রাজশাহীর বকেয়া অনেক বেশি। টুকটাক অর্থ বকেয়া আছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের।

বারবার বিসিবি নোটিশ দিলেও এসব বকেয়া পরিশোধ না করায় বিসিবি ফ্র্যাঞ্জাইজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবি বিপিএলের লভ্যাংশ দেবে। তবে বারবার নোটিশ দেওয়া সত্বেও যেসব ফ্র্যাঞ্জাইজি বিপিএলে বকেয়া পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে বিপিএলের গর্ভনিং কাউন্সিল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিপিএল চলাকালীন বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্জাইজিকে টিকিট বিক্রির লভ্যাংশ দেওয়া হবে। গর্ভনিং কাউন্সিলের সভায় তা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিসিবি টুর্নামেন্টের প্লে অফে খেলা চার দলকে ৫৫ লাখ ও গ্রুপ পর্বে বাদ পড়া তিন দলকে ৪৫ লাখ টাকা লভ্যাংশ দেবে।

তবে বিসিবির শর্ত হলো, দেশি ও বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফের বকেয়া পারিশ্রমিক ঈদুল আজহার আগে শোধ করতে হবে। কোন দল কত শতাংশ পারিশ্রমিক দিয়েছে, তার ওপর ভিত্তি করে লভ্যাংশের অর্থ দেওয়া হবে। বকেয়া পাওনা না দিলে লভ্যাংশ দেবে না বিসিবি বরং আইনি ব্যবস্থা নেবে। পারিশ্রমিক বকেয়ার ওপর লভ্যাংশ প্রাপ্তিও কম-বেশি হবে।

বিসিবি জানিয়েছে, তারা বিপিএলের চুক্তির জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং লিগের সততার প্রশ্নে আপোষহীন থাকতে চায়।

আরও পড়ুন

×