সেরা ক্রিকেট খেলার এটিই সেরা সময়, বলছেন সিমন্স

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৫:০৯ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১৬:৩১
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে। মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকার কথা বাংলাদেশ দলের। তবে টাইগার কোচ ফিল সিমন্স এই সময়টাকেই বলছেন নিজেদের সেরা ক্রিকেট উপহার দেয়ার সেরা সময়।
সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য সেরা সময় এটিই। আমরা সিরিজ জিততে এসেছি। পাকিস্তান যেকোনো সময়েই ভয়ঙ্কর দল। সহজভাবে নেয়া যাবে না। তারা যেকোনো দিন ভালো খেলতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে চোট পান মুস্তাফিজুর রহমান। আঙুলের সেই চোটে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যান এই টাইগার পেসার। তার জায়গায় দলে ঢুকেছেন খালেদ আহমেদ। ফিজকে নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘হ্যা, মোস্তাফিজ এখন সিনিয়র। আপনি আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। সে আইপিএলে কীভাবে বল করেছে আমরা দেখেছি। আমরা তাকে মিস করব। তবে এটি অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’
তাসকিন আর মুস্তাফিজ না থাকায় কিছুটা ভারসাম্য নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনটা দাবি করে এই ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি মনে করি, এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুজন সিনিয়র বোলার না থাকায় হয়তো পুরোপুরি ভারসাম্যটা নেই।’
২৮শে মে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০শে মে এবং শেষটি ১লা জুন। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
- বিষয় :
- ফিল সিমন্স
- বাংলাদেশ-পাকিস্তান