ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক’—হাথুরুর বিস্ফোরক অভিযোগ

‘ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক’—হাথুরুর বিস্ফোরক অভিযোগ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ১৬:৪০ | আপডেট: ০১ জুন ২০২৫ | ১৬:৪৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নাটকীয় পরিবর্তনের পর ফের আলোচনায় এসেছেন সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক পরিচালকের অনাস্থা এবং পরে তাকে অপসারণের প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন লঙ্কান এই কোচ।

সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ব্যক্তিগতভাবে ফারুক আহমেদের সঙ্গে কোনো শত্রুতা ছিল না, বরং ফারুক নিজেই নিজের পছন্দের বাইরে কিছু না মানার মনোভাব দেখিয়েছেন।

হাথুরু বলেন, ‘আমি জানি না আমাদের মধ্যে কোনো বিবাদ ছিল কিনা প্রথম মেয়াদে আমি কোচ ছিলাম, তিনি প্রধান নির্বাচক। আমি শুধু কোচের কাজটা করতে চেয়েছি। আমি চেয়েছিলাম দল নির্বাচনে যুক্ত থাকতে। বিসিবির তৎকালীন সভাপতি অনুমতি দিয়েছিলেন বলেই সেটা সম্ভব হয়েছিল। এখানে আমার দোষ কী? বোর্ড সুযোগ না দিলে আমি সিলেকশন কমিটিতে থাকতাম না। শুধু এই কারণেই একজন কোচ কারও শত্রু হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই বুঝিয়ে দিয়েছিলেন তার নিজের পছন্দের বাইরে কিছু হবে না। যেভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটা অনৈতিক ও অন্যায্য।’

ব্যক্তিগত দ্বন্দ্ব প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না কারও সঙ্গে। কোচিং করাতে গিয়ে হয়তো মনোমালিন্য হয়েছে, তবে সেগুলো মনে রাখার মতো নয়। আমার একমাত্র লক্ষ্য ছিল দলকে ভালো করানো। কারণ দল ভালো না করলে আমার কাজের কোনো মূল্য থাকত না।’

উল্লেখ্য, এর আগেও হাথুরুসিংহে একাধিকবার দাবি করেছেন, ২০২৩ সালের বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার যে অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল, তা ভিত্তিহীন। তিনি কখনও কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করেননি।

সম্প্রতি বিসিবির কয়েকজন পরিচালক চিঠির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ জানান যে, হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্তটি বোর্ডে কোনো আলোচনা ছাড়াই এককভাবে নিয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ। এই অভিযোগগুলোই শেষ পর্যন্ত ফারুকের অপসারণের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

সবশেষে, হাথুরুসিংহে বলেন, ‘আমি সবসময় বাংলাদেশ দলের উন্নতির কথা ভেবেছি। কে আমাকে অপছন্দ করল বা কে কোথায় বাধা দিল, সেসব নয়। আমার ফোকাস ছিল দলের উন্নয়ন।’

আরও পড়ুন

×