ইয়ামালকে টপকে পুরস্কার দুয়ের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১১:০৩
চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন লামিনে ইয়ামাল। বার্সার লা লিগা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমি পর্যন্ত আসায় অন্যতম ভূমিকা ১৭ বছরের এ তরুণের। সৃষ্টিশীল ফুটবলে সবাইকে মাত করে দেওয়া ইয়ামালকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির দেজিরে দুয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হয়েছেন তাঁর সতীর্থ উসমান দেম্বেলে।
দুয়ের সেরা তরুণ হওয়াটা অবশ্য অপ্রত্যাশিত নয়। ফাইনালে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে পিএসজির নায়ক ১৯ বছরের দুয়ে। মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার মূল কারিগর এ তরুণ। বার্সার হয়ে ইয়ামাল এবার ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। এর পরও ১৭ বছরের এ তারকা বার্সাকে ফাইনালে নিয়ে যেতে পারেননি। এখানেই পিছিয়ে পড়েন ইয়ামাল। দুয়েও এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে ফাইনালের পারফরম্যান্সে ইয়ামালকে পেছেন ফেলে দেন।
দেম্বেলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। এ ক্ষেত্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সার রাফিনহা। কিন্তু রাফিনহাও দলকে ফাইনালে নিতে পারেননি। এখানেই লড়াই থেকে ছিটকে যান তিনি। দেম্বেলে এবার চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করে পিএসজির শিরোপা জয়ে অন্যতম ভূমিকা রাখেন। আর ক্যারিয়ারসেরা মৌসুম কাটানো রাফিনহা ১৪ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্টও করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা একাদশ: জিয়ানলুইজি দোনোরুমা (পিএসজি), আলেসান্দ্রা বাস্তোনি (ইন্টার), মার্কিনহোস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেজ (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনহা (পিএসজি), রাফিনহা (বার্সা), লামিনে ইয়ামাল (বার্সা), দেজিরে দুয়ে (পিএসজি) ও উসমান দেম্বেলে (পিএসজি)।
- বিষয় :
- পিএসজি
- দেজিরে দুয়ে
- উসমান ডেম্বেলে
- লামিন ইয়ামাল