ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১২:২৬

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে উজবেকিস্তান। এমন ঐতিহাসিক অর্জনের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বিশেষ করে কাতারের বিপক্ষে ৩-০ গোলের জয় নিশ্চিত করার পর তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে দেখা যায় ব্যতিক্রমী এক উদযাপন।

ম্যাচ শেষে মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় বিলাসবহুল বিওয়াইডি ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি। সেখানেই জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হয় গাড়িগুলোর চাবি। এই ব্যতিক্রমী সম্মাননা প্রদান করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ নিশ্চিত করলে জাতীয় দলের সদস্যদের দেওয়া হবে বিশেষ পুরস্কার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ থেকে ৪০টি নতুন গাড়ি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।

পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দেশটির রাষ্ট্রায়ত্ত টিভি ও গণমাধ্যম। স্টেডিয়ামের ভেতর গাড়িগুলোর সারি ও চাবি তুলে দেওয়ার দৃশ্য ছিল উজবেকিস্তান ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত। অনেকে একে আখ্যা দিয়েছেন 'স্বপ্নপূরণের ক্ষণ' হিসেবে।

শুধু তাই নয়, প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ জাতীয় দলের সদস্যদের রাষ্ট্রীয় পদক, সনদ ও সম্মানসূচক উপাধিতে ভূষিত করার ঘোষণা দিয়েছেন। দলের কোচ তিমুর কাপাদজে বলেন, 'এই অর্জন শুধুমাত্র আমাদের না, পুরো জাতির। এই জয় আমরা দেশের জনগণ ও প্রেসিডেন্টকে উৎসর্গ করছি।'

প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এই আসরে, যা নতুন দলগুলোর জন্য দিয়েছে বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে উজবেকিস্তান তাদের ফুটবল ইতিহাসে যোগ করেছে এক গৌরবময় অধ্যায়।

আরও পড়ুন

×