ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের 

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি বাংলাদেশের 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৮:৪২

মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হালনাগাদ করা ফিফা র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ১৩৩তম স্থান থেকে এগিয়ে ১২৮তম স্থানে উঠে এসেছেন আফিদা খাতুনরা। 

২০১৯ সালের পর এটাই র‍্যাংকিংয়ে বাংলাদেশের র‍্যাংকিংয়ে সেরা অবস্থান। ছয় বছর আগে জুলাইয়ে ১৩০তম স্থানে ছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র শীর্ষেই আছে। পরের দুই ধাপে আছে স্পেন ও জার্মানির নারী ফুটবল দল। ব্রাজিল চার ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

মূলত জর্ডান সফরে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সফরে স্বাগতিক জর্ডানের সঙ্গে ২–২ ও ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, জর্ডানের র‌্যাঙ্কিংয়েও। দুটি দলই এক ধাপ পিছিয়েছে, জর্ডান এখন ৭৫তম, ইন্দোনেশিয়া ৯৫তম।

আরও পড়ুন

×