আইসিসির দ্বিতীয় শিরোপা জিতল প্রোটিয়ারা, প্রথম কোনটি

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে টেম্বা বাভুমা। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৯:৪৪ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১৯:৪৬
তীরে এসে তরী ঢোবার ঘটনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে কম নয়। আইসিসির টুর্নামেন্টে ফেবারিট হিসেবে পা রাখে তারা। গ্রুপ পর্বে দাপুটে ক্রিকেট খেলে। কিন্তু কোয়ার্টার ফাইনাল নয়তো সেমিফাইনালে হোঁচট খায়। যে কারণে তাদের নামের পাশে যোগ হয়ে গেছে চোকার্স বিশেষণ।
ওই চোকার্স তমকা সম্প্রতি ঘোচানোর সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনরা। কিন্তু সেখানে হতাশ হতে হয় তাদের। ভারতের বিপক্ষে হৃদয় ভাঙে দক্ষিণ আফ্রিকার।
অবশেষে হতাশার বৃত্ত ভাঙলেন এইডেন মার্করাম-টেম্বা বাভুমারা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে চোকার্স শুনে ক্লান্ত প্রোটিয়াদের এটি প্রথম নয় আইসিসির দ্বিতীয় শিরোপা।
এর আগে ২৭ বছর আগে আইসিসির ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সালটা ১৯৯৮। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের নাম অবশ্য শুরুতে আইসিসি নকআউট ট্রফি ছিল। পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে পরিচিতি পায়। প্রথম ওই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল প্রোটিয়ারা। একই বছর কমনওয়েলথে স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
- বিষয় :
- টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল