ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মেসির অসাধারণ ফ্রি কিকে মায়ামির জয় 

মেসির অসাধারণ ফ্রি কিকে মায়ামির জয় 

লিওনেল মেসির গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১০:৩৫

পর্তুগালের অন্যতম সেরা ক্লাব পোর্ত। প্রতিভার ছড়াছড়ি ক্লাবটিতে। ইউরোপের শীর্ষ লিগে ফুটবলার রপ্তানিতে শুরুর দিকেই থাকবে পর্তুগিজ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত সদস্যও তারা। ওই দলের বিপক্ষে অসাধারণ কামব্যাক করে ২-১ গোলের জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। 

দলকে জেতাতে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লিওনেল মেসি।  প্রথমার্ধের শুরুতে পিছিয়ে পড়ে মায়ামি দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে। পরেই মেসির ফ্রি কিক থেকে পাওয়া গোলে জয়ও তুলে নেয়। 

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৮ মিনিটে লিড নেয় পোর্ত। পেনাল্টি থেকে গোল করেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগিহোয়া। তার ওই গোলের লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে পোর্ত। 

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে মেসি-সুয়ারেজ-বুসকেটসের ইন্টার মায়ামি। গোল করেন ২২ বছর বয়সী ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়া। এরপর ৫৪ মিনিটে অসাধারণ ফ্রি কিকে দলকে লিড এনে দেন মেসি। জয়ও তুলে নেয় মায়ামি। এ নিয়ে দুই ম্যাচে এক জয় ও এক সমতায় চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। 

আরও পড়ুন

×