ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৬ গোলের জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি

৬ গোলের জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১০:৫৮

শেষ ষোলো নিশ্চিত করতে প্রয়োজন ছিল শুধু একটি জয়, আর সেই জয়ের ম্যাচে গোল উৎসবে মাতল ম্যানচেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৬-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে সিটিজেনরা। পাশাপাশি সিটির এই জয়ে গ্রুপের আরেক দল জুভেন্টাসও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ম্যাচে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল করেন আর্লিং হল্যান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকি। তরুণ এচেভেরি ও সদ্য সই করা শেরকির এটি ছিল সিটির জার্সিতে প্রথম গোল।

ম্যাচের নবম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন গুন্দোয়ান। এরপর আর্জেন্টাইন তরুণ এচেভেরি ফ্রি-কিক থেকে এবং হল্যান্ড পেনাল্টি থেকে গোল করেন প্রথমার্ধেই। বিরতির পর ৭৩ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন গুন্দোয়ান। শেষ দিকে বদলি হিসেবে নামা অস্কার বব ও রায়ান শেরকি ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৬-০। 

এখন পর্যন্ত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে জয় পাওয়া জুভেন্টাসও রয়েছে সমান পয়েন্টে, তবে গোল ব্যবধানে পিছিয়ে। ফলে বৃহস্পতিবার সিটি ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচে নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

আরও পড়ুন

×