মিরাজ ফিরলে নাঈম বাদ প্রসঙ্গে যা বললেন কোচ

কলম্বো টেস্টের অনুশীলনে মেহেদী মিরাজ। ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২০:০৯
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কোচ ফিল সিমন্স জানিয়েছেন, উইকেট গলের মতোই ভালো মনে হয়েছে। যার অর্থ বাংলাদেশ দল একই পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারে।
ওই পরিকল্পনায় একাদশে থাকতে পারেন দুই পেসার ও দুই স্পিনার। জ্বর কাটিয়ে ক্যাম্পে যোগ দেওয়া মেহেদী মিরাজ ফিরতে যাচ্ছেন একাদশে। সেক্ষেত্রে গলে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেওয়া ডানহাতি স্পিনার নাঈম হাসান একাদশের বাইরে চলে যেতে যেতে পারেন।
বিষয়টি নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে করা প্রশ্নে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, দুই স্পিনার নাকি তিন স্পিনার নিয়ে খেলবেন ওই সিদ্ধান্ত এখনো হয়নি। তবে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার পরের টেস্টেই নাঈম হাসানকে বাদ দেওয়া হবে কঠিনতম সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘সিদ্ধান্ত সন্ধ্যার পর হবে, উইকেট দেখার পর। আমরা কেবল স্টেডিয়ামে আসলাম। তিন পেসার নাকি তিন স্পিনার বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার আগে উইকেট বুঝতে হবে। নাঈম গলে খুব ভালো করেছে। তাকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত হবে। তবে একাদশ কন্ডিশন বিবেচনা করে ও দলের স্বার্থ বিবেচনা করে ঠিক করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সকলকে সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করি।’
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলংকা
- মেহেদী হাসান মিরাজ