ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘একজনের পক্ষে মেসিকে আটকানো অসম্ভব’, সতর্ক করলেন এনরিকে

‘একজনের পক্ষে মেসিকে আটকানো অসম্ভব’, সতর্ক করলেন এনরিকে

ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৬:১৬ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১৬:১৯

ক্লাব বিশ্বকাপে রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি। লিওনেল মেসির জন্য ম্যাচটি পুর্নমিলনীর দারুণ এক সুযোগ।

বার্সায় মেসি ট্রেবল জিতেছেন। যেটা এসেছিল স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে। মেসির সঙ্গে এনরিকের সম্পর্ক বরাবরই খুবই ভালো ছিল। গুরু-শিষ্য সম্পর্ক তাদের। বার্সায় মেসি একই সঙ্গে খেলেছেন উসমান ডেম্বেলের সঙ্গে। ডেম্বেলে এখন পিএসজিতে খেলেন। তার সঙ্গেও দেখা হবে মেসির।  

ওদিকে এনরিকে এখন পিএসজির কোচ। বার্সেলোনা ছেড়ে মেসিও যোগ দিয়েছিলেন পিএসজিতে। দলটিতে তার পুরনো সতীর্থ আছেন অনেকে। আশরাফ হাকিমির সঙ্গে দারুণ সম্পর্ক মেসির। মার্কুইনোস, দোনারুম্মা, ভিতিনহা আছেন পিএসজিতে। তাদের সঙ্গেও ভালো বন্ধুত্ব মেসির। 

তবে শক্তির বিচারে ম্যাচটি একতরফা হতে পারে। এরই মধ্যে ইন্টার মায়ামিকে কতগুলো গোল দেবে পিএসজি সোস্যাল মাধ্যমে ভক্তরা তা গুনতে শুরু করেছেন। তবে পিএসজির স্প্যানিশ কোচ এনরিকে সতর্ক করে দিয়েছেন। তার মতে, মেসি ইতিহাসের সেরা। যে কাউকে ড্রিবল করার সামর্থ্য রাখে সে। তাকে একা আটকানোর চিন্তা করা ভুল। 

পিএসজি কোচ এনরিকে বলেন, ‘আমার মতে, নিঃসন্দেহে মেসি ফুটবল ইতিহাসের সেরা। তার সেরা সময় ১০-১৫ বছর দীর্ঘ ছিল, সেরাদের জন্য সে একটা উদাহরণ। আমি তাকে অনুশীলনে এমন কিছু করতে দেখেছি, যা অন্য পর্যায়ের। অসাধারণ সেসব মুহূর্ত।’

মেসির বিপক্ষে পরিকল্পনা নিয়ে এনরিকে বলেন, ‘সত্যি বলতে, আমরা যদি একজন দিয়ে মেসিকে আটকানোর চেষ্টা করি এটা সম্ভব হবে না। এমন কিছু চেষ্টা করলে মারা পড়তে হবে। আমাদের দলগতভাবে রক্ষণ সামলানোর চেষ্টা করতে হবে। সকলকেই রক্ষণ সামলাতে হবে, বল ধরে রাখতে হবে, পাস দিতে হবে। দলীয়ভাবে খেলতে হবে, কারণ মেসি যে কাউকেই বল কাটিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।’

আরও পড়ুন

×