ম্যানসিটি-আল হিলাল ম্যাচে ঝড়ের পূর্বাভাস

ক্লাব বিশ্বকাপে ম্যানসিটি-আল হিলাল মুখোমুখি হচ্ছে।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২১:০১
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যানচেস্টার সিটি ও আল হিলাল মুখোমুখি হবে। ওই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে ঝড়। স্থগিত বা সাময়িক স্থগিত হতে পারে আরও একটি ম্যাচ।
ম্যানসিটি ও আল হিলালের ম্যাচটি হবে অর্লান্ডো সিটিতে। পূর্বাভাসে ওই সময় ঝড়ো আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ম্যাচ চলাকালীন ভেন্যুর আট কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিকূল আবহাওয়া শনাক্ত হলে ম্যাচটি স্থগিত রেখে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হতে পারে।
ফিফা আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ছয়টি ম্যাচ স্থগিত হয়েছে। এর মধ্যে চেলসি ও বেনফিকার ম্যাচ ৫ মিনিট বাকি থাকতে বজ্রসহ বৃষ্টির কারণে ৪ ঘণ্টা ৩৯ মিনিট লেগেছিল শেষ করতে।
আগামী বছর এই সময়ে যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা বিশ্বকাপ। গ্রীষ্মে দেশটির বৈরি আবহাওয়া এরই মধ্যে ফুটবল প্রেমী, আয়োজক ও নিয়ন্ত্রক সংস্থার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বৈরি আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে প্রশ্ন করা হলে ম্যানসিটি কোপ পেপ গার্দিওলা বলেন, ‘আমি অসাধারণ একজন কোচ। কিন্তু এখানো ঝড়, বজ্রবৃষ্টির বিরুদ্ধে লড়াই করার মতো ভালো কোচ হতে পারিনি। দুঃখিত।’
- বিষয় :
- ক্লাব বিশ্বকাপ