ভলিবলে সেরা নৌবাহিনী এবং পুলিশ

ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ২১:০৯
জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে নৌবাহিনী ৩-১ সেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়েছে।
ম্যাচে নৌবাহিনী ২৩-২৫, ২৫-১৯, ২৫-২০, ২৫-১৭ সেট পয়েন্টে জয়ী হয়। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে পরাজিত করে। বাংলাদেশ বিমানবাহিনী ৩-০ সেটে কুষ্টিয়া জেলাকে হারিয়ে তৃতীয় হয়েছে।
নারী বিভাগে তৃতীয় হয়েছে রাজশাহী জেলা। তারা ৩-০ সেটে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
- বিষয় :
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়