দুর্দান্ত ফাতিতে উড়ন্ত শুরু বার্সার

দুর্দান্ত দুই গোল করে লিগ মৌসুমের প্রথম ম্যাচে বার্সাকে বড় জয় এনে দিয়েছেন ১৭ বছরের আনসু ফাতি। ছবি: ইভেনিং স্ট্যান্ডার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১৫:০৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ১৫:১৬
চলতি মৌসুমে বার্সেলোনা ভঙ্গুর কিংবা নতুন দল। পূর্ণগঠনের মধ্যে দিয়ে যাওয়া দল। বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া দল। কিন্তু লিগ মৌসুমের প্রথম ম্যাচে সেসব কিছুই মনে হয়নি। বরং টিকিটাকার ছন্দে স্বরূপে ফেরা দল মনে হয়েছে।
নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ মৌসুম দুর্দান্তভাবে শুরু করেছে কাতালানরা। ১৭ বছরের তরুণ স্প্যানিশ ফুটবলার আনফু ফাতির ঝলকে ক্যাম্প ন্যুতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
বার্সার জয়টা আরও বড় হতে পারত। কারণ ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি বার্সা। ম্যাচের ১৪ মিনিটে জর্ডি আলবার ক্রসে দারুণ শট নিয়ে দলের হয়ে প্রথম গোল করেন আনসু ফাতি।
চার মিনিট পরেই ফাতি করেন নিজের এবং দলের দ্বিতীয় গোল। মাঝমাঠ থেকে কুতিনহো বল ধরে দারুণভাবে উঠে আসেন। ফাঁকায় থাকা ফাতিকে বাড়ান বায়ার্ন মিউনিখ থেকে ধারের মেয়াদ শেষ করে আবার বার্সায় ফেরা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো। তার বাড়ানো বল ধরে ফাঁকায় থাকা ফাতি দারুণ শটে এগিয়ে নেন দলকে।
ম্যাচের ৩৫ মিনিটের গোলটা করেন মেসি। ওই গোলও ফাতির এনে দেওয়া। দারুণভাবে বক্সে ঢুকে যাওয়া ফাতি আদায় করে নেন এক পেনাল্টি। শটটা ফাতি নিলে তার হ্যাটট্রিক হয়ে যেতে পারতো। তবে বার্সার অধিনায়ক মেসিই শটটা নেন এবং গোল করেন। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে বার্সার পাওয়া গোলটা আসে আত্মঘাতী থেকে।
দ্বিতীয়ার্ধের কিছু সময় গড়াতেই বার্সা কোচ রোনাল্ড কোম্যান বড় জয় নিশ্চিত দেখে দলের তরুণদের একটু ঝালিয়ে দেখেন। সুযোগ দেন ট্রিনকাও-পেদ্রিদের মতো তরুণদের। এছাড়া আনসু ফাতিকে বিশ্রাম দিয়ে ইনজুরি এবং ফর্মহীনতার কারণে গেল মৌসুমে বেঞ্চে কাটানো উসমান ডেম্বেলেকে মাঠে নামান রোনাল্ড কোম্যান। বার্সার বড় জয়ের ম্যাচে আঁতশি কাঁচের নিচে পড়বে সম্ভবত অ্যান্তোনিও গ্রিজম্যানের পারফরম্যান্স।