আবারও করোনা পজিটিভ রোনালদো

জুভেন্টাস তারকা রোনালদো। ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০ | ০৯:২২
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লড়াইয়ে বুধবার বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্তাস। তবে ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছে না তারা। দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হয়েছেন তিনি।
উয়েফার প্রটোকল অনুসারে ম্যাচ খেলার এক সপ্তাহ আগে অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। যে কারণে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে লিওনেল মেসির সঙ্গে দেখা হচ্ছে না সিআর সেভেনের।
এর আগে গত ১৩ অক্টোবর পর্তুগালে থাকা অবস্থায় প্রথমবার করোনা পজিটিভ হন রোনালদো। এর পরদিন তার দেশের উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচ থাকলেও খেলতে পারেননি।
এরপর ইতালিতে ফিরে যান তিনি। করোনা নেগেটিভের অপেক্ষায় মাঠে ফেরা হচ্ছে না তার। তড়িঘড়ি করে ইতালিতে ফিরেছিলেন যে ম্যাচে খেলা নিশ্চিত করার জন্য, সেই বার্সা ম্যাচও এখন মিস করছেন তিনি।